খাগড়াছড়ি সদরস্থ মধুপুর বাজার থেকে ৭০০ মি. উত্তর-পূর্ব দিকে অবস্থিত ও এপি ব্যাটালিয়ন এর পেছনে।
কার্যক্রম
বিনা উদ্ভাবিত সকল ফসলের জাত (বিশেষ করে উদ্যান ফসল) এর মান উন্নয়ন, পর্যবেক্ষণ, গবেষনা এবং সম্প্রসারণ করা।
পাহাড়াঞ্চল কৃষির অবস্থা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরীক্ষণ এবং গবেষণা পরিচালনা করা।
বিনা উদ্ভাবিত পাহাড়াঞ্চল উপযোগী বিভিন্ন ফসলের জাত ও নতুন প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা নিরুপন এবং সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
অঞ্চলভিত্তিক শস্য বিন্যাস উদ্ভাবন এবং বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকাল বিশিষ্ট জাতের অন্তর্ভুক্তির মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমনের কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান, লিফলেট ও বুকলেট বিতরণ করা।
বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে বীজ উৎপাদন, বিতরণ, প্রদর্শনী স্থাপন, মাঠদিবস, প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করা।
পার্বত্য অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান; বারি, ডিএই, বীজ প্রত্যয়ন এজেন্সি ও কৃষির সাথে সম্পৃক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ স্থাপন এবং ই-তথ্য সেবা প্রদান করা।
কৃষি বিষয়ক বিভিন্ন সভা ও মেলার আয়োজন এবং অংশগ্রহণ করা।