Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০২৪

বিনা উপকেন্দ্র, খাগড়াছড়ি

 

ছবি

 

ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবী

মো. ইলিয়াস হোসেন,

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

ফোন নম্বর

 ০৩৭১-৬১৩০৩

ই-মেইল

binakhagrachhari@gmail.com

অবস্থান

সাতভাইয়া পাড়া, সদর, খাগড়াছড়ি- ৪৪০০

পরিচিতি

খাগড়াছড়ি সদরস্থ মধুপুর বাজার থেকে ৭০০ মি. উত্তর-পূর্ব দিকে অবস্থিত ও এপি ব্যাটালিয়ন এর পেছনে।

কার্যক্রম

  • বিনা উদ্ভাবিত সকল ফসলের জাত (বিশেষ করে উদ্যান ফসল) এর মান উন্নয়ন, পর্যবেক্ষণ, গবেষনা এবং সম্প্রসারণ করা।
  • পাহাড়াঞ্চল কৃষির অবস্থা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরীক্ষণ এবং গবেষণা পরিচালনা করা।
  • বিনা উদ্ভাবিত পাহাড়াঞ্চল উপযোগী বিভিন্ন ফসলের জাত ও নতুন প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা নিরুপন এবং সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

 

  • অঞ্চলভিত্তিক শস্য বিন্যাস উদ্ভাবন এবং বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকাল বিশিষ্ট জাতের অন্তর্ভুক্তির মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
  • বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমনের কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান, লিফলেট ও বুকলেট বিতরণ করা।
  • বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে বীজ উৎপাদন, বিতরণ, প্রদর্শনী স্থাপন, মাঠদিবস, প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করা।
  • পার্বত্য অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান; বারি, ডিএই, বীজ প্রত্যয়ন এজেন্সি ও কৃষির সাথে সম্পৃক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ স্থাপন এবং ই-তথ্য সেবা প্রদান করা।
  • কৃষি বিষয়ক বিভিন্ন সভা ও মেলার আয়োজন এবং অংশগ্রহণ করা।

 

জনবল

কর্মকর্তা/ বিজ্ঞানী -৩ জন

নাম (বাংলা)

পদবী

ই-মেইল

মোবাইল নং

মো. ইলিয়াস হোসেন

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা

elus_bina@yahoo.com

০১৭১৬১৩১৬৮৯

অংসিংহ্লা মারমা

বৈজ্ঞানিক কর্মকর্তা

aungsing1993@gmail.com

০১৮৩০৬৬১৪৪১

 

   

 

 

আউটসোর্সিং- ৬ জন 

আনসার - ৮ জন

 
ম্যাপ